Home | আন্তর্জাতিক | কপি-পেস্ট টুইট করে ধরা খেলেন ট্রাম্প!

কপি-পেস্ট টুইট করে ধরা খেলেন ট্রাম্প!

গুলিবর্ষণের ঘটনায় মানুষ মারা গেছে ক্যালিফোর্নিয়াতে অথচ প্রেসিডেন্ট ট্রাম্প কিনা শোক জানালেন টেক্সাসের হত্যাকাণ্ডের ঘটনায়! মঙ্গলবার এক টুইট বার্তায় শোক প্রকাশ করার সময় টেক্সাসের সাথে ক্যালিফোর্নিয়াকে গুলিয়ে ফেলেন ডোনাল্ড ট্রাম্প। পর্যবেক্ষকরা বলছেন, আগের করা আরেকটি টুইটবার্তা কপি-পেস্ট করে দিতে গিয়েই এই ঝামেলা পাকিয়েছেন ট্রাম্প।

মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর নির্বিচার গুলিতে চার জন মারা যায়। আহত হয় অন্তত ১০ জন।

এর কিছুক্ষণ পরই ট্রাম্প টুইট করেন, ‘ ঈশ্বর টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংসের জনগণের সহায় হোক। এফবিআই এবং আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে গেছে।’এর আগে টেক্সাসের পৃথক আরেকটি হত্যাকাণ্ডের ঘটনায় হুবহু একই টুইট করেন ডোনাল্ড ট্রাম্প।

About admin

Check Also

ইয়েমেনি ড্রোন হামলায় সৌদি তেল শোধনাগার ধ্বংস

সৌদি আরবের তেল শোধনাগারে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। এতে ওই তেল শোধনাগারের ব্যাপক …